আদিবাসী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ ও গনস্বাক্ষর কর্মসুচি
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ১০ই সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে, রোজ সোমবার, সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় পাবনা প্রেসক্লাবের সামনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে পাবনা জেলা কমটির উদ্দোগে “সরকারি চাকুরিতে ও উচ্চ শিহ্মায় আদিবাসীদের জন্য কোটা সংরহ্মনের দাবিতে বিহ্মোভ মিছিল ও সমাবেশ এবং গনস্বাক্ষর কর্মসুচি” অনুষ্টিত হয়
উক্ত কর্মসুচিতে সভাপতিত্ব করেন, মিঠুন রবিদাস – সহ-সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ, পাবনা জেলা কমিটি ।
এছারাও বক্তব্য পেশ করেন, আশিক বানিয়াস- সাধারন সম্পাদক । চন্ডি বানিয়াস- সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ, পাবনা জেলা কমিটি ।
শুভ রবিদাস- সহ-সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ, পাবনা জেলা কমিটি ।
প্রিতিষ মাহাতো- সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ কমিটি ।
অনিল সরকার, সাধারন সম্পাদক ও সজিব সরকার, সহ-সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ, পাবনা সদর উপজেলা কমিটি ।
মদন দাস, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ, ঈশ্বরদী উপজেলা কমিটি ।
এছারাও আরও উপস্তিত ছিলেন নিলয় রবিদাস, সুজয় রবিদাস, অজিত রবিদাস, শিপন মাহাতো সহ জাতীয় আদিবাসী পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্য সদস্য ও নেএীবৃন্দ ।
উক্ত কর্মসুচিতে আদিবাসীদের সামগ্রিক অবস্তা সম্পর্কে ধারনা দেয়া হয় এবং লিফলেট বিতরন সহ আদিবাসীদের অধিকার ও আদিবাসী কোঠা বহাল রাখার দাবি জানানো সহ গন-স্বাক্ষর অনুষ্টিত হয় ।