রচনা পারভিন এর কবিতা- আপাতত আমি অন্ধ এবং বোধির
আপাতত আমি অন্ধ এবং বোধির
-রচনা পারভিন
আপাতত আমি অন্ধ এবং বোধির
বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে
বিধিসম্মত নিয়মে ভদ্রতা বজায় রাখি,
চুপ থাকি।
সোনালি সময়ের স্মৃতি চারণে
সময় নষ্ট না করে,
ভেবে নেই কোথাও কোন অনিয়ম নেই।
নেই অশান্তিপূর্ণ মৃত্যুর হাহাকার।
সব সাদা শহরে কেবল শান্তির পায়রা ঊড়ে।
অহেতুক বক্তৃতার মিছিল তুলে,
বিব্রতকর কোন পরিবেশ আমার চাওয়া না।
কালি খরচ করে লিখতে চাইনা
অসহিষ্ণু কথার ঝুড়ি।
বরং বন্ধ চোখে ব্যস্ত থাকি,
নিজেকে নিয়ে।
এই সুন্দর ব-দ্বীপে কোথাও কোন হায়েনা নেই।
নেই আকাশের সীমানা জুড়ে
কড়কড়ে রোদে উড়ে চলা বাজপাখি।
অন্ধ এবং বোধির হয়ে থাকাতেই শান্তি।