রুদ্র ম আল- আমিন এর কবিতা- আবার জন্মাবো
“আবার জন্মাবো”
—–রুদ্র ম আল- আমিন
আমি আকাশের সাত রং,,,
একেছি তোমার লাগি,
শ্রাবনের ঘনঘোর মেঘেদের তারায় তারায় খেলা
খেলেছে কতক কপত কপতীর মিলন মেলা।
সোনালী ফসল যে যার ঘরে,,,
দেখিবে কতক ক’দিন না হয় পরে।
আবার জন্মাবো তোমার তরে
এবার আমি সখি হবোই হবো।
মোড়লের ঘর কুঠারে ভাঙিব নতুন চরে,,
একদিন ঘোর কেটে যাবে,
মোড়ল আসিবে, হয়তো আমার বিচার হবে।
এই রিমিঝিমি বৃষ্টিজল,,,
নতুন চরের নতুন ফসল দানিবে কে আর
আবার দেখা হবে,,
আবার দেখা হবে তোমার আমার।
কস্মিন কালেও ভুলিব না,,
ফের যদি ফিরে পাই, ফের যদি ফিরে পাই।