আবার যদি জন্ম হয়

“আবার যদি জন্ম হয়”
রুদ্র ম আল-আমিন

আবার যদি জন্ম হয় তবে মানুষ নয়,

কারন, আমি সুখী নই

ধরায় আমায় দেখিয়েছে পথ ভুল পথ

ভুল পথে অবিরত জনে জনে

ডাকে ক্ষনে ক্ষনে

আমাকে করেছে জনে জনে বন্ধি।

উনিশ বছর কেটেছে আমার তাঁর চেনা পথ ধরে জনে জনে সকলই তাই করে,

বাকি উনিশ বছর আমার,,,,

এই পথে দেখা হয় কত সহস্র জনের সাথে

এর মধ্যে একজন এসেছিল ঘরে

তার জীবন ধন্যকরে চলে গেছে পরপারে।

এখানেই দেখা হয় নষ্টা ভ্রষ্টা সতী,,,

কুমারী, আরো কত কি নামে,

উনিশ উনিশ কেটে গেছে কদিন ধরে

এখন নাতি নাতনী নিয়ে অনেকেই খেলা করে

কেউ রা বংশ রক্ষাকারী এখুনো খোজে

আমি তার মাঝামাঝি,,,

একটা অচেনা অতিথি ঘুমের ঘোরে কাঁদে

ক’ফোটা জল আমিও ফেলি

কেন মানুষ হয়ে জন্মালাম আমি, কেন উরন্ত বলাকা নয়?

এই সব প্রশ্নের উত্তর আমায় দেখিয়েছে জনে জনে,,,

তাহা কেন আজো ভুল নয়?

এখুন আরেক উনিশের আগমনী বানী

আমায় নিয়মিত ব্যায়ামে যেতে হয়

মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জায়

কেন এত এত পথ আমার পথে?

আমি কেন মানুষ হলামঃ

কে বিচার করিবে আমার, আমি যে বিচারক কে দেখিনি কখুনো,

কেন দেখা দেয় না, কেন দেখে না সবাই?

আমার চেনা পথ কেঁদে কেঁদে অফুরান

এই পথের শেষ কোথায়?

দেখা যদি হয় ওই পারে তার সনে

জিগাইবো আমি, কোন পথ দেখালে তুমি?

আমি মানুষ হয়ে আর জন্মাবোই না

সবখানে কে যেনো বেধে রাখে আমায়

হাঁস হব, ঘুঘু হবো শেয়াল কু্কুর বানর,,,

যা ইচছে হয় হবো কিন্ত মানুষ নয়।

কেননা, আমি কিচছু করতে পারি না।

সবখানে বন্ধিদশা,,

আমার মত সবাই ভাবে না কেন?

কোথায় আর যেতে পারো বন্ধু,,, খুবকরে

ঘর আর বাহিরের বারান্দায়,এতেই মানুষ হলে,,,

 

আমি বলাকার ন্যায় ইচছে ঘুরতে চাই

মরে তো যাবই,, তুমিও

যদি তোমার দেখানো পথ নতুন পথ হয়

কোথায় যাবে কার কাছে মানুষের পাশে।

খুব হাসি পেল আমার,,,,

ছিড়ে খাবে, শকুনের মত, ভাগ্যিস শকুন

মানুষ হলে দেখতে

বন্ধু, এ জন্মে আমিও মানুষ

আবার জন্ম হলে কি হতে চাও আমায় কিন্ত বলে যেও,,

কারন, আমি তোমার সাথে থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!