আবারো শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন গোপালপুর থানার মুস্তাফিজুর রহমান
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নতুন বছরের শুরুতেই দ্বিতীয় বারের মত টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ পেলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। ভালো কাজের স্বীকৃতির জন্য রোববার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এ সম্মাননা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের সকল উর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে একই কাজের স্বীকৃতি স্বরুপ রোববার (২৪ নভেম্বর ২০১৯) টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম তাঁকে প্রথম বারের মত টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।
দুইবার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবারো সাফল্য অর্জন করলো গোপালপুর থানা। এ কৃতিত্ব আমার একার নয় থানার পুরো টিমের।’
সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়ে কাজকে গতিশীল রাখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু ও আইনপ্রয়োগে পুলিশের পাশে থাকার জন্য গোপালপুরবাসীকে তিনি ধন্যবাদজ্ঞাপন করেন।