এস.এম. নূরুজ্জামান রতন এর কবিতা-
আমাকে একটি কলম দাও
—————————– এস.এম. নূরুজ্জামান রতন
আমাকে একটি কলম দাও
লেখা হয় দ্রত……..
লেখার সময় নেই কোন সমস্যা
কলম শুধু লেখার জন্য
কলম বলেনা কথা…….
কলম শুধু হাতের মোঠাই…
নাই কোন কলম এর হিংসা ও শত্রুতা কলম শুধু আপনার হাতিয়ার ……
কলম সর্বজন সাধারনের প্রিয়জনের উপহার
অন্তর এর গভীর শ্রদ্ধাঞ্জলী দিয়ে …..
চিরদিন আক্ষুন্ন রাখার অধিকার ….
আমাকে একটি কলম দাও……
আমাকে একটি কলম দাও
আমি লিখে যাব সেই লেখা…
যে লেখা চিরদিন অক্ষুন্ন থাকে…
চিরদিন যেন মুছে যায়না কোনদিন…
স্বর্ন অক্ষরে স্মৃতি হয়ে থাকবে…
কোনদিন ধ্বংস ও অমূল্য হবে না..
আমাকে লেখার সুযোগ দাও…
আমি চির জ্ঞানী আমি চির কুমারী
… আমাকে একটি কলম দাও…।