রফিক উদ্দিন লস্কর এর কবিতা- আমার ইচ্ছে
আমার ইচ্ছে
———-রফিক উদ্দিন লস্কর
———-রফিক উদ্দিন লস্কর
আমি বীর, মহাবীর, নত হবে না শির
দাঁড়িয়ে থাকে যদি ঐ চীনের প্রাচীর।
আমি করিনা ভয়, আমার অকুতোভয়!
জীবন যুদ্ধে নাহিক আমার কভু পরাজয়।
আমি সত্যের পথে, নরের হিতাহিতে,
থাকি সদা জাগ্রত, নিজেকে দিতে।
আমি খুলে রেখেছি আমার হৃদয়ের দ্বার,
এসো এসো সাঁতরিয়ে শোক পারাবার।
আমি সাজিয়ে রেখেছি আজ পুষ্পরথ,
হইবে সোয়ার নির্দ্বিধায়, রাখিয়া হিম্মত।
আমি তুমার তরে মঙ্গলদীপ রেখেছি জ্বেলে,
চলে এসো চলে এসো আঁধারকে ঠেলে।
আমি মুছে দিতে চাই সমাজের ভেদাভেদ জ্ঞান,
কাঁধে কাঁধ মেলাতে চাই, বাঁচাতে মোদের সম্মান।
আমি করিতে চাই আমার ইচ্ছে পূরণ….
মিলেমিশে গড়িতে এক সুন্দর ভুবন।। —————————————————– নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)