আমি কিংবদন্তী জিয়ার কথা বলছি
আমি কিংবদন্তী জিয়ার কথা বলছি
শাহিন মামুন
কিংবদন্তীর মৃত্যু নাই।
কিংবদন্তী মরেনা
মৃত্যু হয় কিংবদন্তীর দেহের, আত্মার নয়।
ইতিহাস সাক্ষী। সাক্ষী এই স্বাধীন বাংলাদেশের কোটি জনতা।
কিংবদন্তী বেঁচে থাকে যুগের পর যুগ আর সহস্র বছর ধরে
কবর নামক স্মৃতির মিনারের মাঝে
আর মানুষের ভালোবাসা হয়ে মানুষেরই হৃদয় গহীনে।
আমি কবি আজ সেই কিংবদন্তীর কথা বলছি-
যে কিংবদন্তী ছিলনা কোন বঙ্গের বন্ধু,
ছিলনা কোন জাতির পিতা,
ছিল শুধুই স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জিয়া।
আমি সেই কিংবদন্তীর কথা বলছি-
যে কিংবদন্তী মরে আজও অমর
কোটি জনতার মাঝে।
আমি সেই কিংবদন্তীর কথা বলছি-
যে কিংবদন্তী আজও এক পরিচিত মুখ কোটি জনতার
স্বাধীন বাংলাদেশের রাখাল রাজা নামে।
যে কিংবদন্তী মরে আজও অমর
স্বাধীন বাংলাদেশের ঘরে ঘরে শহীদ জিয়া নামে।
আমি কবি আজ সেই কিংবদন্তী জিয়ার কথা বলছি-
যে জিয়া মৃত্যুর পরেও রেখে গেছেন
স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ জিয়া ঘরে ঘরে।
আমি সেই কিংবদন্তী জিয়ার কথা বলছি-
যে শুধু বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণা দিয়েই কিংবদন্তী হননি,
কিংবদন্তী হয়েছেন রণাঙ্গণে অস্র হাতে যুদ্ধ করে।
আমি সেই কিংবদন্তী জিয়ার কথা বলছি-
যে জিয়া ছিল ৭ই নভেম্বর ১৯৭৫-এ সিপাহী জনতার।
আমি সেই কিংবদন্তী জিয়ার কথা বলছি-
যে কিংবদন্তী জিয়া
স্বাধীন বাংলাদেশকে এক দলীয় শাসন-শোষণ আর
বাকশাল থেকে মুক্ত করে দিয়েছিলেন বাংলার মানুষকে
আশার আলো বহুদলীয় গণতন্ত্র ও নির্বাচন
সাথে ভোট আর ভোটারের অধিকার।
আমি সেই কিংবদন্তী জিয়ার কথা বলছি-
যে কিংবদন্তীর কাছে ছিল
ব্যক্তির চেয়ে দল আর দলের চেয়ে দেশ বড়।