জি. আর. হায়দার এর কবিতা- আমি গুনাহগার
আমি গুনাহগার!
–
ঈদ এলো আনন্দ নিয়ে
সকলের ঘরে ঘরে
ধনী-গরিব মনেপ্রাণে
সুখের আশা করে।
কেউবা হাসে কেউবা কাঁদে
আজব এক খেলা
হরেকরকম মানুষের ভীড়ে
জমে উঠে মেলা।
ভুল পথে চলতে চলতে
ক্লান্ত হতাশ আমি
দয়া করো দয়াময় মালিক
ওগো অন্তর্যামী।
কুমন্ত্রণায় দুষ্ট শয়তান
লেগে থাকে পিছু
তার থেকে রেহাই পেতে
বুঝি না যে কিছু!
রহমত বরকত নাজাতের
সময় যাচ্ছে চলে
মনের আশা, থাকতে চাই
মাগফেরাতের দলে।
জীবন পথে জানা-অজানা
যতো গোনাহ্ আছে
ক্ষমার আশায় হাত পেতেছি
প্রভু তোমার কাছে।
তুমি ছাড়া পাপ মোচনের
আর কেহই নাই
পাপী বলে তাড়িয়ে দিলে
কোথা পাবো ঠাঁই।
করজোড়ে মিনতি করি
পাক-পরওয়ার
রহম করো মাবুদ তুমি
আমি গুনাহগার।