সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- আমি নারী
আমি নারী
—-সেলিনা জাহান প্রিয়া ।।
আমি নারী প্রথমত কোন পিতার কন্যা
কোন প্রেমিকের কল্পনার রাজকন্যা
আমি নারী সৃষ্টি সুখের উল্লাসের মহা কাব্য
আমিই মা জায়া জননী –
আমিই নর্তকী
গোপন অভিসারের সেই কলঙ্কী পতিতা !
তবু আমি নারী
এই পৃথিবীর তাবৎ কবি , দার্শনিক , বিজ্ঞানী
এমন কি এই মহাকালের সর্ব শ্রেষ্ঠ ধর্ম মানব
দুনিয়া কাঁপানো মহাবীর সব আমার গর্ভের সন্তান ।।
আমি নারী ছলনার
আমি নারী প্রতারণার
আমি নারী তুফান
মহা কাব্যের পূর্ণিমার চাঁদ
আমাকে ছাড়া রচিত হয় কি ?
কোন কবির গীতাঞ্জলী !
আমি স্বর্গের ছায়া
আমার আঁচলে সন্তানের ছায়া
আমি এই ভুমি
শস্য বাগানের
সৃষ্টির উল্লাসের উর্বর ভুমি
আমি নন্দিত , আমি নিন্দিত
আমি প্রিয়াসি অপ্সরা অদিথি
আমিই অপুরন্য
নর ছাড়া হে নারী
পৃথিবী এককে হয়নি রচিত
তাবৎ সৃষ্টি নারী আর পুরুষের
বিশ্বাস প্রেম মমতার ফসল ।।