নিষেধাজ্ঞা থেকে আবারও ক্রিকেটে ফেরাকে নিজের পুনর্জন্ম বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার সকালে লন্ডন থেকে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই এ কথা বলেন এ লিটল মাস্টার।
আশরাফুল বলেন, এটা আমার পুনর্জন্ম। দেশকে এখনও অনেক কিছু দেয়ার আছে।
বিপিএলের দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আজ (শনিবার) ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত সব ম্যাচ ধরনের ঘরোয়া ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও খেলতে পারবেন তিনি।
তবে আরও দুই বছর নিষিদ্ধ থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে।
জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আইসিসির সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে কোনো প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।