দিনাজপুরে নান্দনিকতায় সেরা গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে অনন্য নান্দনিকতায় সমগ্র এশিয়া সেরা গোর-এ শহীদ ঈগাহ ময়দানে আসন্ন ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। দিনাজপুরের গোর- এ- শহীদ ময়দান যা বড় মাঠ বলে পরিচিত। অপরুপ নির্মাণশৈলীর দৃষ্টি নন্দন ও সৌন্দর্য মন্ডিত বাংলাদেশের বৃহৎ দিনাজপুরের ঈদগাহ ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে নতুন ঈদগাহে এ বছর প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যদিও এর আগে স্বল্প পরিসরে মাঠের উত্তর পূর্ব পাশে ঈদের নামাজ আদায় করা হতো। এখন নতুন করে নির্মিত ঈদগাহ ময়দানটি নির্মাণের ফলে এখানে একই সাথে ৫ লাখ মুসলি¬ নামাজ আদায় করতে পারবে বলে নিশ্চিত করেছেন প্রকৌশলী জাকিউল আলম। তিনি এও জানান, সদর আসনের সংসদ সদস্য ও হুইপ ইকবালুর রহিমের পরিকল্পনা এবং জেলা পরিষদের অর্থায়নে এটির নির্মিত হচ্ছে। এটি দিনাজপুর জেলা পরিষদ ও প্রকৌশল বিভাগের সুষ্ঠ পরিকল্পনার ও নিবিড় পর্যবেক্ষন মাধ্যমে নির্মিত হচ্ছে। আরো জানা যায় নান্দিক সুন্দরের এ ঈদগাহ ময়দানটি মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরাকের মসজিদে নববী, কুয়েত, দক্ষিণ এশিয়ার ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের স্থাপনা শৈলির আদলে নির্মাণ ও সাজানো হচ্ছে। এখানে আসন্ন ঈদুল ফিতরের নামাজ আদায়ের জোর প্রস্তুতি চলছে। গত ২৩ জুন শুক্রবার ময়দান ঘুরে দেখা গেল মাঠে পানি জমে থাকার কারনে বালু ভরাট করা হচ্ছে। কর্মরত জনৈক শ্রমিক জানায়, কয়েকদিন যাবত কঠোর দিক নির্দেশনার মধ্যে ট্রাকটর দিয়ে নিচু স্থানগুলোতে বালি ফেলা হচ্ছে। আশা করা যায় শনিবারের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে। শোলাকিয়া ঈদগাহ ময়দানের পর সম্পূর্ণ নতুন এবং আধুনিক আঙ্গিকে বৃহত পরিসরে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বৃহৎ ঈদগাহ মাঠ । নতুন ঈদগাহ ময়দান নির্মাণের পূর্বে ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে প্রতিবছরই ছোট পরিসরে দিনাজপুরবাসী ঈদের নামাজ আদায় করতো। বর্তমানে তা সরিয়ে বড়মাঠের পশ্চিমে নন্দিত ও সৌন্দর্য মন্ডিত ঈদগাহ মিনারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা আশা করেন ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন ও সংস্কারের পর একসাথে প্রায় ৫ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ এ ঈদগাহ ময়দানে । সরেজমিনে দেখা গেল এই দৃষ্টি নন্দন ঈদগাহ মিনারে ৫২টি মনোরম গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজের উচ্চতা ৪৭ ফুট। এর সামনে রয়েছে মেহরাব যেখানে ইমাম দাড়াবেন। উক্ত গম্বুজের পাশাপাশি রয়েছে আরো ৫১টি মনকরা গম্বুজ। এ ছাড়া ৫১৬ ফুট দৈর্ঘ্যের ৩২টি খিলান নির্মাণ করা হয়েছে। সিরামিক ইট দিয়ে আচ্ছাদিত করা হয়েছে মিনার। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলেই ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে। জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জাকিউল আলম জানান, মিনারের মাটি ভরাট ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে। ঈদগাহ ময়দানের নান্দনিক গম্বুজ ও মিনার নির্মাণে ইতিমধ্যে ২কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হয়েছে। দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।