উৎসবমুখর ভাবে মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটাইলের প্রার্থীরা
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঘাটাইল উপজেলার প্রার্থীরা ৷ গত ৪ই মার্চ (সোমবার) সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে আসেন ঘাটাইল উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ৷ সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম (লেবু) ৷এরপর একেক করে মনোনয়ন পত্র জমা দেন বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জামুরিয়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (হেস্টিং), ও শফিকুল ইসলাম (জনি) এবং মনিরুজ্জামান খান ও এহসান আব্দুল্লাহ ৷
এছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, যুবলীগ নেতা সুমন খান (বাবু), কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সজীব সরকার, বিশিষ্ট শিল্পপতি কাজী আরজু, এম এম সোয়েব এবং তুহীন খান ৷
উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মহিলালীগের নেত্রী নুরজাহান সিদ্দিকা,ফাহিমা তালুকদার,শাহিনা আক্তার শিল্পী,মীর আলেয়া পারভীন,তাসলিমা জেসমিন এবং আফিয়া বেগম ৷
ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।