রাজু আহমেদ এর কবিতা-এ যে পরম পাওয়া

 

 

এ যে পরম পাওয়া
—-রাজু আহমেদ

অাধার বিনাশ করে
আকাশের বুকে বাঁকা চাঁদ,
চাঁদের পরশে পৃথিবী পেল
স্নিগ্ধ আলোর ছোঁয়া,
এ যে পরম পাওয়া।

কুয়াশা ভেদ করে
রক্তিমালোয় ভোরের সূর্য
উদিত হলো দূর পাহাড়ে,
শান্ত শীতল হাওয়া,
এ যে পরম পাওয়া।

আলোক ছড়ায় ভবে
জ্ঞানের পরশ পেয়ে পেয়ে,
জ্ঞান, মন বিলায়ে সর্বজনে
হৃদে বাঁচতে চাওয়া,
এ যে পরম পাওয়া।

করিয়া মাটি ছেদন
আকাশ ছোঁয়া বাঁচার স্বপ্ন
কখনো ভেঙ্গে মুচড়ে পরে,
স্বাদের ফল খাওয়া
এ যে পরম পাওয়া।

স্রোতের রশি বেয়ে
এপার-ওপার দুপাশ খেয়ে,
বিরামহীন গতিবন্ধনে যখন
শান্ত আসা-যাওয়া
এ যে পরম পাওয়া।

উঁচু নিচু সব পাহাড়ে
সমান তালে ঢেউ খেলে যায়
ভূ-কম্পনে ভুবন কাপে হায়!!
তবুও বেঁচে যাওয়া
এ যে পরম পাওয়া।

add2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!