এক জন গাছ প্রেমী মানুষের কথা।
এক জন গাছ প্রেমী মানুষের কথা।
-সেলিনা জাহান প্রিয়া
তার চেহারা দেখে হয়ত আপনার পছন্দ হবে না। নাম মলাই মিয়া। পেশা কৃষি কাজ। বাড়ী কিশোর গঞ্জ জেলার, করিম গঞ্জ থানার, জাফ্রাবাদ গ্রামে। বিয়ে করে নাই জীবনে। বয়স এখন ষাট এর কাচা কাছি। এই মানুষ টি খুব নিরবে একটি কাজ করে যায়। তা হল রাস্তার পাশে, ঝুপ ঝারে গাছ লাগানো। একা একা গান গাইবে গাছ লাগাবে । বাংলাদেশের যে কোন জেলায় মনের ইচ্ছা হল চলে যাবে গাছ লাগাতে । রাস্তার আশপাশের পরিত্যাক্ত জায়গায়, নদীর পাশে, রেল লাইনে, গাছ গুলো বা বীজ নিয়ে ভাল জায়গায় লাগানো তার ইচ্ছা। আম জাম কাঠাল সেগুনের নানা জাতের বীজ ব্যাগে করে নিয়ে বের হবে। আজ প্রজন্ত কত গাছ লাগিয়েছেন তার হিসাব নেই। তার কথা গাছ বাচলেই মানুষ আর পশু পাখী বাঁচেবে। পৃথিবী বাঁচবে। লেখা পড়া না জানা এই মানুষের কাছে আমাদের শিক্ষা নেয়ার আছে অনেক কিছু।