সেলিনা জাহান প্রিয় ‘র কবিতা- এক বৃত্তে স্বপ্ন
এক বৃত্তে স্বপ্ন
সেলিনা জাহান প্রিয়া
ভালবাসা মানে, দু-জনার এক বৃত্তে পৃথিবী –
অন্যরকম অসম্ভব বিশ্বাসের অনুভূতি ।
ভালবাসা মানে, অন্ধকারের আলোর জ্যোতি
কিছু কথা কিছু স্মৃতি ইথারের ঝলকানি
আর মনের লেন-দেন বে-হিসাবি কানামাছি
হৃদ মান মন্দিরে বাতাসের ঘণ্টা ধ্বনি ।
ভালবাসা মানে প্রাণ খুলে হাসি কান্নার মেলা
একে অন্যের সহায়ক সহানুভূতি ঠিকানা ।
ভালবাসা মানে, ক্ষণে ক্ষণে মান-অভিমান
এক তরীতে বয়ে চলা ঝড় তুফানের জীবন
ছোট ছোট খুনসুটি বেলা শেষে ফের সুখি ।
ভালবাসা মানে,জোছনা রাতে চাঁদ ভুলে
নিজদের গল্পে জ্যোৎস্না ছড়িয়ে আলো ধরি ।
ভালবাসা মানে পাশা-পাশি দু’জনে হাটি
হাত ধর ছাড়া যেন একে অন্য কে ছুঁয়ে থাকি ।
ভালবাসা মানে,একসাথে মরার প্রতিশ্রুতি
একেই সাথে সুখ দুঃখে বেঁচে থাকার ছবি।
ভালবাসা মানে,ডর ভয় ঝড় তুফান
উপেক্ষা করে হাতে-হাত রাখা বয়ে চলা জীবন ।
ভালবাসা মানে,দু’টি মন এক হয়ে ধ্যানে
দু’জনের অপ্রিয় অভ্যাস গুলো এক করে ফেলি ।
প্রিয় ভেবে নিজের করে নেওয়ার
ভালবাসা মানে,নীলাভ আকাশের মত বিশাল
জায়গা জুড়ে প্রিয়ার জন্য নক্ষত্রের চাষ ।