“একই গ্রামের জুয়েল ও মোমেনা দীর্ঘ দিন যাবত পলাতক, অবশেষে গ্রেপ্তার।”
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁ জেলার নিয়ামতপুর থানার এএসআই মোঃ নূর ইসলােমর নেতৃত্বে গতকাল রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকা হতে একই গ্রামের দুই ব্যক্তিদ্বয়কে গ্রফতার করে পুলিশ এবং আজ তাদের সকালে নওগাঁ আদালতে পাঠানো হয়।
নাচোল থানার মামলা নং- ১৫ তাং ৩১-০১-২০০৬ ধারা:৪৫৯ দ:বি: এর গ্রফতারি পরোয়ানার আসামীদ্বয় ১। মোঃ জুয়েল (২৮) পিতা:সাইফুল ও ২। মোমেনা বেগম (৫২) স্বামী: সাইফুল উভয় সাং: মিরাপাড়া, নিয়ামতপুর, নওগাঁ দীর্ঘদিন যাবত রাজশাহী শহরে পলাতক ছিল বলে জানা যায়।
নাচোল থানার মামলা নং- ১৫ তাং ৩১-০১-২০০৬ ধারা:৪৫৯ দ:বি: এর গ্রফতারি পরোয়ানার আসামীদ্বয় ১। মোঃ জুয়েল (২৮) পিতা:সাইফুল ও ২। মোমেনা বেগম (৫২) স্বামী: সাইফুল উভয় সাং: মিরাপাড়া, নিয়ামতপুর, নওগাঁ দীর্ঘদিন যাবত রাজশাহী শহরে পলাতক ছিল বলে জানা যায়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।