ফাতিমা পারভীন এর কবিতা- একদম জনশূন্য
একদম জনশূন্য
-ফাতিমা পারভীন
এই জনপদ এই অরণ্য
অধ্যায়ের পর অধ্যায় অবসান হবে
তোমার জন্য সমস্ত প্রতিক্ষা হারিয়ে যাবে
অথচ ইতিহাস থেকে যাবে
আমার অভিযোগগুলি মর্ত্যের এই পৃথিবীতে
তোমার জন্য সৃৃষ্টি করবে
ইতিহাসের এক কঠিন কাঠগড়া
সেখানে দাঁড়িয়ে বছরের পর বছর
জবাবদিহি করতে হবে তোমার
বর্ণনার পর বর্ণনা দিয়ে ক্লান্তির অবসাদে
হেলিয়ে পড়বে তোমার নিথর দেহ
অসহায়ত্বের দৃষ্টিতে তাকিয়ে থাকবে অবিরাম
তবু অভিযোগ সমাপ্ত হবেনা।
সেদিন
যত্রতত্র খুঁজবে আমাকে
অথচ পাবেনা
আমি তোমার চারপাশজুড়ে থাকব
তোমার দেয়ালে, মেঝেতে, আঙিনায়
কখনো অবচেতন তোমার হৃদয়ের গহীনে
নীরবে বসে থাকব অামি;
তোমার ভেতরে আমি
তুমি অনুভব করবে
অথচ তুমি একটুও স্পর্শ করতে পারবেনা।
তোমার কণ্ঠ রোধ করে দেব
বাকরুদ্ধ হয়ে যাবে কথামালা
কথা না বলার কষ্টে চারদিক ছুটবে
পিপাসিত হবে তুমি
অথচ একটুও পানি পাবে না
তখন তোমার চারপাশে দেখবে অসংখ্য মানুষের কোলাহল
সমস্ত মানুষগুলো তোমাকে দেখে তিরস্কার করবে,
দূরে দাঁড়িয়ে দেখব তোমাকে।
হঠাৎ এক ঝলক দৃষ্টিতে দেখে নিবে আমাকে
তোমার চোখ ঝলসে ওঠবে
ঝলসে ওঠবে তোমার হৃদয়
ঝলসে ওঠবে তোমার মস্তিষ্ক
আমি ম্লান হয়ে যাব তোমার চোখের কণিকায়
ওই সামান্য দেখার পর দ্বিতীয়বার দেখার আগ্রহে
অস্থিরতায় ডুবে যাবে তুমি
ছটফট করে দিকবিদিক ছুটবে
যেন পৃথিবীতে এতোটা সুন্দর মানুষ
অার কোনোদিনই দেখতে পাওনি
অথবা কোনোদিন কোনো মানুষকেই দেখনি
এই জনপদে শুধু তুমিই ছিলে
বাকীটা ছিল একদম জনশূন্য।