ফাতিমা পারভীন এর কবিতা- এখানে তুমি নাই
এখানে তুমি নাই
-ফাতিমা পারভীন
এখানে বর্ণহীন এক সম্পর্কের
স্বপ্নের তরী হয়ে
ভেসে যাই মেঘহীন উন্মুক্ত নীলিমার সাথে
সমুদ্রের সাথেও হয়ে যায় মিতালি।
রাতের জোসনা আলোয় স্নান করে
হেসে ওঠে পূর্ণ চাঁদ,কাছে ডাকে স্বপ্নরা
চোখ মেলে তাকাই
আমার জন্য ঐ আকাশটা
একদম নিচে নেমে আসে
খুব কাছে আরও কাছে চলে আসে চাঁদ।
এখানে আকাশের উজ্জলতায়
আয়নায় মুখ দেখে নেয় সমুদ্র
এখানে ঢেউয়ের মস্ত শব্দে
কান্নারা শব্দ করতে ভুলে যায়,
আমার জন্য প্রবালের বিছানা সুবিস্তৃত
আবেদনময়ী হয়ে ওঠে ভালবাসা
তোমার সোনালি চুলের মতই দোল খেলে।
এখানে অসংখ্য প্রবাল
শৈবালের সাথে মুক্ত সমুদ্র
আকাশের সাথে আকাশ মিশে একাকার
হৃদয়ের গহীনে ছেঁড়া দ্বীপ
কেয়া ঝোপের আলিঙ্গনে
আমার সকল বিষণ্ণতা ঘুচিয়ে
প্রাণের দেশপ্রেম জেগে ওঠে।
এখানে তুমি নাই
তোমাকে পেতেও চাইনা
এখানে রয়েছে প্রকৃতির চোরাবালি
তোমার দেয়া কান্নাগুলো
একদম চোরাবালির মাঝেই হারিয়ে যায়
আমি আর বিরহজলে স্নান করিনা।
এখানে সন্ধ্যা নামে
অথচ দীঘল কালো অন্ধকারে
একটুও পথ হারায়না
এখানে অন্ধকার নাই, মন ভাঙ্গাগড়ার নিয়তি নাই
এখানে পরিশুদ্ধ মানুষ হয়ে বেঁচে উঠতে
স্বপ্নের এক দ্বীপে,সেন্টমার্টিনে
আমি ঊর্ধ্ব গগনে আবার জেগে উঠি।