এত নজরদারির মধ্যেও সম্রাট কুমিল্লা গেল কীভাবে
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রভাস আমিনের ফেসবুক থেকে: অবশেষে সম্রাটের সাম্রাজ্যের পতন হলো। সম্রাটের যারা বস, তাদেরও গ্রেপ্তার চাই।
আচ্ছা এতদিন শুনে আসছি সম্রাট গোয়েন্দা নজরদারিতে আছে, পুলিশের নেটওয়ার্কেই আছে। তাহলে এত নজরদারির মধ্যেও সম্রাট কুমিল্লা গেল কীভাবে? গোয়েন্দরা কী তখন ঘুমিয়েছিলেন?
প্রসঙ্গ, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেপ্তার করে র্যাব।
এর আগে ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার পর থেকেই সম্রাট কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল।