ঔষধের ফার্মেসীতে মোবাইল কোর্ট ও জরিমান আদায়
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
০৬ মার্চ ২০১৯ তারিখ ১৬.০০ হতে ১৭.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মমতাজ মহল, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ঈশ^রদী, পাবনা এর নেতৃত্ত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার কারনে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ধারা- ১৯৪০ এর ১৮ এর ২৭ মোতাবেক- ০১। মোঃ জসিম উদ্দিন (মেসার্স মমতাজ মেডিসিন স্টোর), পিতা- মোঃ মাওলানা লতিফ খান, সাং পাতিলা খালি, থানা- ঈশ্বরদী পাবনাকে জরিমানা ২০,০০০/- টাকা, ০২। শামীম খন্দকার (৪৭), (মেসার্স শামীম ফার্মেসী, হাসপাতাল গেইট), পিতা- মৃত মোজাম্মেল হক খন্দকার, সাং- পূর্ব টেংরী জিগাতলা, ঈশ্বরদী, পাবনাকে জরিমানা ২০,০০০/- টাকা, ০৩। রাকিবুল হোসেন (৩০), (সুমন ড্রাগ হাউজ, হাসপাতাল গেইট ঈশ্বরদী), পিতা- রিয়াজুল ইসলাম, সাং- হাসপাতাল রোড, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে জরিমানা ২০,০০০/- টাকা, ৪। মোঃ রাব্বী হোসেন (মেসার্স দুলাল ফার্মেসী), পিতা- সামসের আলী, সাং- পাতিলা খালি, ঈশ্বরদী জেলা পাবনাকে জরিমানা ৫,০০০/- টাকা, ০৫। মোঃ শহিদুল হক (৪৮), ( মেসার্স রাফি ফার্মেসী হাসপাতাল গেইট ঈশ্বরদী), পিতা- মোঃ আমিনুল হক, সাং- হাসপাতাল রোড, থানা- ঈশ্বরদী, জেলা পাবনাকে জরিমানা ১,০০০/- টাকা আদায় করা হয়েছে এবং ৪০,০০০/- টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ন ঔষধ ধ্বংস করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি।