বিপ্লব ফারুক এর কবিতা-কবি জসীমউদদীন
কবি জসীমউদদীন
বিপ্লব ফারুক
জসীমউদদীন মানে বিশাল আকাশ
বিস্তীর্ণ সবুজ মাঠ ,ঐতিহ্যেতিহাস
তাঁকে পড়ে জন্মভূমি চিনি ভালোভাবে
তাঁর মূল্য জাতি দেবে দিন যত যাবে।
হাজার বছর পরে কোনো এক কবি
তাঁকে নিয়ে আঁকবে প্রিয় অতীতের ছবি।
করেছে অনেক দেশ অনুবাদ তাঁকে
বিশ্ব চেনে তাঁর জন্য বাংলাদেশটাকে
আমরা জেগেছি সেই কবে তাঁকে চিনে
আঁধার তাড়িয়ে আলো জ্বেলেছি দুর্দিনে
দেখাবে অনন্তকাল পথ তাঁর লেখা
জসীমউদদীন মানে বর্ণমালা শেখা
অভাব কিসের —চাই না সাহিত্য ঋণ
আমাদের আছে কবি জসীমউদদীন।