টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময়
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয়ে গতকাল ১২ মার্চ বিকালে এসময় উপস্থিত ছিলেন সিএন আই এর হেড অব নিউজ জুয়েল আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ সামছুল আলম শিবলী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ শাহরিয়ার রহমান সৈকত’সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তায়ন করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” এর কার্যক্রম, দেশকে সমৃদ্ধ করতে শিক্ষার ক্ষেত্রে মিডিয়ার গুরুত্ব ও প্রযোজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।