কলকাতার রাস্তাজুড়ে জিয়াউর রহমানের ছবি

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কলকাতার প্রাচীনতম হেয়ার স্কুলের ২০০ বছর পুর্তিতে কলকাতার রাস্তায় রাস্তায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সহ অন্যান্য বিখ্যাত প্রাক্তন ছাত্রদের ছবি দিয়ে বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান কলকাতার এক সরকারি অফিসে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। জিয়াউর রহমান শৈশবে কিছুকাল বগুড়ার গ্রামাঞ্চলে এবং কিছুকাল কলকাতায় অতিবাহিত করেন। ১৯৪৭ এর পর তাঁর পিতা করাচীতে বদলি হলে জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচীর একাডেমী স্কুলে ভর্তি হন।
হেয়ার স্কুল তাদের এলাম্নাই উপলক্ষে ওয়েব সাইডে ভাষা বিশারদ রামতনু লাহিড়ী, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, রসায়নবিদ প্রফুল্ল চন্দ্র রায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিভিন্ন অঙ্গনে বরেন্য প্রাক্তন ছাত্রদের ছবি প্রকাশ করেছে । একই সাথে হেয়ার স্কুলের উইকিপিডিয়াতে জিয়াউর রহমান সহ প্রখ্যাত প্রাক্তন ১৬জন ছাত্রের নাম ও তাঁদের অবদান উল্লেখ করা হয়েছে। স্কটিশ ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার ১৮১৮ সালের ১ সেপ্টেম্বর এ স্কুল প্রতিষ্ঠা করেন।

সূত্র- ফেইসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!