বগুড়ার শেরপুরে শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বগুড়ার শেরপুরে শত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোমরতা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ওই গ্রামে একটি বেসরকারি কোম্পানির লোকজন পুকুর খনন করছিলেন। খননের একপর্যায়ে তারা মূর্তিটির সন্ধান পান। পরে খননকাজে নিয়োজিতরা ও স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নেন।
মূর্তির ওজন ১০ থেকে ১২ মন। মূর্তিটি পরীক্ষার পর তা কষ্টি পাথরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মূর্তিটির আনুমানিক মূল্য শত কোটি টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরে পাঠানো হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।