কাশ্মীর তুমি মুক্ত হও
কাশ্মীর তুমি মুক্ত হও
সেলিনা জাহান প্রিয়া
হে কাশ্মীর তুমি মুক্ত হউ হায়েনা থেকে
আমি তোমার স্বাধীনতা কে ভালবাসি ।
তোমার অধিকারে আমার লড়াই কলমে
আমি লিখে যাব তোমার মুক্তির গান ।
হে কাশ্মীর তোমাকে সালাম শত সালাম
হে কাশ্মীর তোমার প্রতি জনতার সালাম ।
তোমার রক্ত যাবে না বিফলে কোন কালে
তোমার স্বাধীনতা তোমার চির অধিকার ।
পৃথিবীর প্রতিটা স্বাধীন মানুষ তোমার পক্ষে
শুধু তারাই লজ্জা পায় যারা ভীরু কাপুরুষ ।
হে কাশ্মীর তোমার দেশ ভরে উঠুক ফুলে ফলে
তোমার শিশুরা শান্তিতে যে ঘুমায় মায়ের কুলে ।
আমি ভালবাসি কাশ্মীরের নদী ফুল ফল প্রকৃতি
আমার স্বাধীন বাংলার মতো করে হে কাশ্মীর ।
যদি বাচিতে হয় তবে কোন হায়েনা কাছে হার নয়
জন্ম যদি হয়েছে তবে কেন বীরের মতো মৃত্য নয় ।
যে কাশ্মীর তোমার মুক্ত আকাশ আমার স্বপ্ন
তোমার একটি স্বাধীন পাতাকা আমার গর্ব
আমি স্বাধীন বাংলার মানুষ আমি স্বাধীনতার পক্ষে ।
হে কাশ্মীর তোমার সংগ্রাম ব্জ্র কণ্ঠে জেগে উঠুক
ভূস্বর্গের প্রতি ফুঁটা রক্ত গোলাপের সুভাস ছড়াক ।
হিংসা, রক্তপাত আগ্রাসন মানবতা আজ লুণ্ঠিত
হে ভূস্বর্গ কাশ্মীর তোমার স্বাধীনতা চাই ।
বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা চিৎকার করে
শত শত চোখ আজ অন্ধ যুদ্ধ মৃত্যু লাশ আর লাশ
ঘরহীন ভাসে শত শত লক্ষ জননী পাগলের প্রায়
তবুও স্বপ্ন স্বাধীনতার , হে কাশ্মীর তুমি মুক্ত হও ।
পিতাহীন জননীর সন্তান!কিশোরী বোনের ধর্ষিত মুখ!
বিধবা মায়ের চোখের জল পঙ্গু বাবার হুইল চেয়ার
হে কাশ্মীর তুমি মুক্ত হউ , স্বাধীন হউ , জেগে উঠ
সকালের আকাশে উড়ুক শান্তির পায়রা চিরদিন
নিশ্চিন্তে উড়া সোনালি-ডানা চিল , হে কাশ্মীর ।
ভোরের আকাশে সোনাঝড়া রোদ্দুর দেখতে চাই ,
চির উন্নত-মম-শীর তোমার ইতিহাস হউক রচিত ।
বজ্রকণ্ঠে আওয়াজ তোলার অধিকার হউক
কোটি কাশ্মীর জেগে উঠার উদ্যম গান রচিত হউক
স্বাধীনতা তুমি হৃদয়ে চির অমর কাশ্মীরের জনতার ।
পথে থাকা অনাহারী শিশু! ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট!
মুক্ত বাতাসে ধর্ষিত মানবতা বিবেকের দরোজা তালাবদ্ধ!
রক্তমাখা ভূস্বর্গের ফসলের ক্ষেত! হায় কাশ্মীর তুমি মুক্ত হউ
হে কাশ্মীর তুমি মুক্ত হউ হায়েনা থেকে চিরতরে
আমি তোমার স্বাধীনতা কে ভালবাসি মানবতা দিয়ে
তোমার অধিকারে আমার লড়াই কলমের চিৎকার
আমি লিখে যাব তোমার মুক্তির গান স্বাধীনতার পক্ষে ।।