কাহারোলে মেধাবী ছাত্রী তনুশ্রী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না।
সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কাহারোলের গর্ব তনুশ্রী রায়। সে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে মেরিট স্কোর-২৭২ ও মেরিট পজিশন- ২১১৯ অবস্থান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে। সে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের শ্রী গণপতি রায়ের মেয়ে। তনুশ্রী রায়ের সাথে কথা বললে সে জানায়, আমি কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি’তে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছি। এবার এমবিবিএস পরীক্ষায় অংশ গ্রহণ করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে আমি অনেক গর্বিত। কিন্তু আমার পিতা দরিদ্র হওয়ার কারণে আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি। আমার লেখাপড়ার খরচ চালাতে গিয়ে আমার পিতা হিমসিম খাচ্ছে। তনুশ্রী রায়ের পিতা শ্রী গণপতি রায়ের সাথে কথা বললে তিনি অশ্রু নয়নে বলেন আমার ৩ টি সন্তান, ২ মেয়ে ১ ছেলে বড় মেয়ের বিয়ে দিয়েছি। এখন ২ সন্তানের লেখাপড়ার পিছনে আমি প্রায় নিস্বঃ। আমার মেয়ে মেডিকেলে লেখাপড়ার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত, কিন্তু আমি সামান্য ৪/৫ টা গাভী পালন করে দুধ বিক্রি করে খুব কষ্টে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন করি। এমতাবস্থায় তনুশ্রী’র মেডিকেলে ভর্তি ও পড়ার খরচ বহন করা আমার পক্ষে একেবারে অসম্ভব। তনুশ্রী রায় বলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালভাবে মেডিকেলে লেখাপড়া করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।