মনোনিতা রহমান এর কবিতা- “কি চেয়েছি তোমার কাছে”
“কি চেয়েছি তোমার কাছে”
-মনোনিতা রহমান
কি চেয়েছি তোমার কাছে আর বল?
হিরে, মতি, পান্না?
চেয়েছি কখনো কথা বলার শুকসারি, জাদুর আয়না?
নীলকন্ঠ পাখির পালক?
চেয়েছি কি কখনো আমার চোখ মেঘের
তুলিতে আঁকো?
কখনো বলিনি আমায় নতুন নামে ও ডাকো।
রাজকন্যা নই, ঐশ্বর্যবতি নই আমি কখনোই ।
তবুও আমার হৃদয়ের রাজত্বে ছিল-
অঢেল ভালোবাসা।
বহু যত্নে একটি গোলাপ ছিল বুকের ভেতর।
বিশ্ব সংসার তন্ন তন্ন করে তোমায় আনতে বলিনি
১০৮ টি নীল পদ্ম।
কি চেয়েছি তোমার কাছে আর বল?
এতোটুকু বিশ্বাসই তো চেয়েছিলাম!
আমার তৃষ্ণার মরুতে-
এক ফোটা জল ও তুমি দিলে না।
কি চেয়েছি তোমার কাছে আর বল??