টাঙ্গাইলের মির্জাপুরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলের বর্বর হামলায় নিন্দা জানিয়ে আজ ২১মে বাদ জুমা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার থলপাড়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় ঘৃণা প্রদর্শন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে একতা শক্তি উন্নয়ন সংগঠন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সদস্যরা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করা উচিৎ। ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরায়েল বাহিনীর নগ্ন হামলা শত শত ফিলিস্তিনি নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় হামলার মাধ্যমে ইসরায়েল বাহিনী অত্যন্ত ঘৃণিত অপরাধ করেছে। আজকের কর্মসূচি থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়।
তারা আরো বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল বাহিনী যেভাবে নগ্ন হামলা করেছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। ইসরাইলি সেনাবাহিনী প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। এমন হীন কাজ আমরা কখনোই সমর্থন করি না। অসংখ্য ফিলিস্তিনি নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শত শত ফিলিস্তিনি নারী-শিশু আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওআইসি ও আরবলীগের নীরবতা আমাদেরকে ব্যথিত করছে।
এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে তার বিচার করা উচিৎ বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় সংগঠনটির পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান, ইসরায়েল বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা, জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এ হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে, একতা শক্তি উন্নয়ন সংগঠনের অর্থায়নে বাংলাদেশে ফিলিস্তিনি দূতাবাসের কাছে যুদ্ধাহত ফিলিস্তিনিদের জন্য ঔষধ পাঠানো হয়।