খানসামায় আউশের মৌ মৌ গন্ধে আকাশ ভরা
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার মাঠ-ঘাট এখন আউশের মৌ মৌ গন্ধে আকাশ ভরা। চারদিকের খোলা মাঠ কিংবা পাট ক্ষেতের পরে আউশের মাঠক্ষেত গুলো সোনালী রঙে রাঙানো। প্রকৃতি যখন সবুজ সমারোহে আবহমান, ঠিক তখনি নি:ষ্পাপ শিশুর এক চিলতে হাসির মতোই কৃষকের মুখে হাসির কারন হয়েছে এই ক’টুকরো আউশ ক্ষেত। কিছু বছর আগে এই আউশ চাষে মোটেই এ উপজেলার কৃষকদের মাঝে আগ্রহ জন্মাতে পারেনি। তারা ব্যস্ত ছিল ভুট্টা, পাট চাষে। ভুট্টার নগদ কাঁচা পয়সা এক প্রকার তাদের বাধ্য করেছিল আউশ নামক বাড়তি ঝামেলার আবাদ থেকে দূরে সরিয়ে রাখতে। এবছর ধানের আকাশ চুম্বি দাম এবং অন্যদিকে ভুট্টার গড়াগড়ি আউশ চাষে তাদের অনুপ্রাণিত করেছে। এবারের আবহাওয়া আউশের অনুকূল হওয়ায় আউশ চাষ করতে কৃষককে বাড়তি সেচ খরচ করতে হয়নি। একবার চারা রোপন করে একটু-আধটু সার প্রয়োগ করেই চাষীরা ব্যস্ত সোনালী আউশ কাটতে। যদিও ব্লাস্ট রোগে আতঙ্কিত ছিল গোটা দেশের কৃষক সমাজ। কিন্তু আউশ চাষ করতে তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। সরেজমিনে দেখা গেল, উপজেলার ৫ নং ভাবকি ইউনিয়নের কাচিনিয়া-ভুষিরবন্দর রাস্তার পাশে রসূনের জমিতে লাগানো আউশ কাটছে একদল দিনমজুর। তাদের সাথে কথা হলে তারা জানায়, ভাবকি এলাকায় প্রচুর আউশের আবাদ হয়েছে। এগুলোতে একর প্রতি প্রায় ৫০-৫৫ মণ আউশ ধান আসবে। দেখা যায়, উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট, ছাতিয়ানগড়, ৬নং ইউপি’র গোয়ালডিহি গ্রাম, হাসিমপুর, খামার পাড়ায় ব্যাপকভাবে আউশের চাষ করা হয়েছে। জনৈক কৃষক জানান, ইউনিয়ন কৃষিকর্মকর্তা নিবিড়ভেিব পরামর্শ দিয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে পাওয়া খবরে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর বেশী আউশের চাষ হয়েছে। এ বছর আউশের লক্ষ্যমাত্রা ১৮৭ হেক্টর ধরা হলেও তা সম্পূর্ণভাবে ছাড়িয়ে যায়। উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ৭০০ হেক্টর জমিতে আউশের চাষ করা হয়েছে যার প্রত্যেকটির ফলন অন্যবারের তুলনায় বেশী। আরো জানা যায়, চাষীরা বিভিন্ন জাতের আউশ আবাদ করেছে। এর মধ্যে ব্রি-২৮, ব্রি-২৬, নেরিকা- ৪২, ৪৩ এবং বিভিন্ন ধরনের হাইব্রীড ও আগমনী জাতের ধান দেখা যায়। । চাষের প্রথম পর্যায়ে কিছু সমস্যা দেখা দিলেও চাষীরা নতুন ধান পেয়ে বেজায় খুশি। তারা এখন সোনালী ধাণের মৌ মৌ ঘ্রানে আউশ সংগ্রহ করতে ব্যস্ত।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।