খানসামায় চাষীদের মাঝে গো-খাদ্য, সার ও বীজ বিতরণ
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় কৃষিবিদ এ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার উদ্যোগে চাষীদের মাঝে গো-খাদ্য, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরের উপজেলা চত্বরে ১৪ জন মৎস্যজীবি, ৮৪ জন পশু পালক, এবং ৪০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে এক কেজি সরিষা বীজ, ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার উপস্থিতিতে এসব বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন চাষীকে উন্নতমানের ডাল, তেল ও পিয়াজ বীজ উৎপাদন এবং সংরক্ষণে একটি করে প্লাস্টিকের ড্রাম প্রদান করা হয়। একই সাথে মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য ও ডলো চুন বিতর প্রদান করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শাহ জাফর ইমাম সাদেক, খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আফজাল হোসেন সহ উপজেলার ছয় ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।