খানসামায় বিজয় দিবস উপলক্ষ্যে সুজনসভার আলোচনা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে সুজনসভা’র এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনস্থ সুজনসভার কার্যালয়ে আজ শুক্রবার সন্ধা ছয়টায় সহকারি অধ্যাপক বাবু জীতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মপরিকল্পনা করা হয়। আলোচনার পূর্বে সুজনসভার সাইনবোর্ড উত্তোলন এবং পরে জাতীয় সঙ্গীত ও দেশের গান গাওয়া হয়। সুজনসভার আয়োজনে বিজয় দিবসে অংকন, আবৃতি এবং দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা করার বিষয়ে অালোচনা হয়। এছাড়া ওই দিন আলোচনা অনুষ্ঠানের পরে একটি নাটক মঞ্চায়িত করার পরিকল্পনা রয়েছে। সভায় উপস্থিত ছিলেন সুজনসভার কার্যকরি পরিষদের সদস্য সচিব এ্যাড. রেয়াজুল ইসলাম রাজু, শাপলা স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক পরেশ চন্দ্র রায়, ব্যবসায়ি নারায়ন রায়, ইনোভেটিভ স্কুলের অধ্যক্ষ উত্তম কুমার সরকার, খানসামা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা বদরুন্নেছা আক্তার বন্যা, কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক বিকাশ রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।