অয়ন সাঈদ এর কবিতা- গচ্ছিত রাখলাম
গচ্ছিত রাখলাম
—————— অয়ন সাঈদ
তোমায় দেব বলে রেখেছিলাম
মুঠো মুঠো অভিশাপ,আজ বৃষ্টি হবে শুনে-
ধূলো ঝড়ে কেঁপে ওঠে উঠোনের ঝরাপাতা,
মেঘলা দিনের ফেনিল ঢেউ ধলেশ্বরীতে তবু
সব মেঘ তার ঝরেনি আমের বোলের মতো;
আমার পাতাল ঘুমে করাঘাত শুনি
এখনো মোমের শয্যায় বরফ গলে,
ব্যার্থ থ্রি-পিছ দড়িতে শুকোচ্ছে হাসুর!
নাতিশীতোষ্ণ বাকলের আম-কড়ুইয়ের ছাল
খসে খসে পড়ে মুমূর্ষ নক্ষত্রের মতো;
আজ যাবতীয় যন্ত্রণা-ক্লেদ-কলহ
চিতার আগুন- ফাঁট ধরা সিঁড়ি ঘাটে
রোয়াকের টেবিলে, তোমার সংসারে
গচ্ছিত রাখলাম, গচ্ছিত রাখলাম।