রাজধানীতে নীলফামারীর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানীর মধ্যবাড্ডা ভাটারার এক বাসা থেকে নীলফামারীর এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ জুন) ভোরে ভাটারা থানার নয়ানগর এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন।
নিহত ওই যুবকের নাম শাহীন আলম (৩৫)। সে নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার বাহার আলমের ছেলে।
ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন মুঠোফোনে সাংবাদিকদের জানান, শহীন ওই বাসায় দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাদের একটি প্রসাধনী (কসমেটিকস্) সামগ্রীর দোকান রয়েছে। বড় ভাই সারা রাত দোকানদারি শেষে করে ভোরে বাসায় ফিরে শাহীনকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
শাহীনকে কারা হত্যা করে থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, দুই ভাই প্রাসাধনী সামগ্রীর ব্যবসা ছাড়াও বিভিন্ন লোকজনকে টাকা ধার দিত, অর্থ্যাৎ সুদের ব্যবসা করত। কেউ টাকা নিয়ে না দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।