দিনাজপুরের রানীরবন্দরে গৃহবধুর আত্মহত্যা।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের রানীরবন্দরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সূত্র জানায়, চিরিরবন্দর উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মো: ছলেমান আলী(২১) পাশের গ্রামের মোছা: আফরোজা বেগমকে (১৮) প্রায় দুবছর আগে সম্পর্ক করে বিয়ে করে। বিষয়টি প্রথম দিকে ছলেমান আলীর অভিভাবক মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেয়। কিন্তু বেশ কিছু দিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল বলে প্রতিবেশীরা জানায়। আজ সকালে ছলেমানের পরিবারে পিতাপুত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ছলেমান তার স্ত্রীকে বাক বিতন্ডা করে। আফরোজা বেগম অপমান সইতে না পেরে বিকেল ৫ ঘটিকার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে । তবে এতে যৌতুক সংক্রান্ত কোনো বিষয় জড়িত আছে কিনা তা জানা যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর ইসলাম নূরুর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে, তিনি বলেন, লাশ দেখেছি কিন্তু কি কারনে এই আত্মহত্যা তা জানিনা। যৌতুক সংক্রান্ত আত্মহত্যা হলে অবশ্যই পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। এ রিপার্ট লেখা পর্যন্ত চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।