গোপালপুরে খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীপুর এস এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কে.এ.ই.ডব্লিউ.এফ এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ।
কে.এ.ই.ডব্লিউ.এফ এর সাধারণ সম্পাদক মো. গজ নবী (লেবু)’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল হাই, জি.কে.ডি.এ গোপালপুর উপজেলা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার (সাজানপুর ক্লাস্টার) মো. মাসহুদ করিম, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, এস এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ট্রাস্ট এন্ড ফাস্ট এসোসিয়েটস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: মাহবুব আলম (সুজন) প্রমুখ।
পরে অনুষ্ঠানের সভাপতি ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা, সনদ ও একটি করে গাছের চারা বিতরণ করেন।