গোপালপুরে দেওপাড়ায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর অটিজম ও প্রতিবন্ধী বিষয়ক বিশ্বব্যাপী কার্যক্রমের সকল সুবিধা বাংলাদেশের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে পৌছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ‘বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’র শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র অর্থায়ন ও সার্বির সহযোগিতায় উপজেলার ৮ নং দেওপাড়া ইউনিয়নে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত শুক্রবার বিকালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন। বক্তব্য রাখেন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাউছুল আজম শিমু, ডাইরেক্টর ফিনান্স মো. রেজাউল করিম, ডেপুটি ডাইরেক্টর ইলিয়াস রাজ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার (নিক্সন)। এ সময় উপস্থিত ছিলেন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিম, সরিষাবাড়ীর বালিয়া রফিক ফকির অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কর্ডিনেটর মো. মিজানুর রহমান (মিলন), কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান (দুলাল)সহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!