গোপালপুরে নববর্ষের ভাতা তো দুরের কথা মার্চ মাসের বেতন পাননি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককর্মচারিরা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আগামী শনিবার পহেলা বৈশাখ। দেশ জুড়ে পালিত হবে প্রাণের উৎসব। সরকারি , আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা গত মাসের বেতনভাতা ও বৈশাখী উৎসব ভাতা পেয়েছেন। জাকজঁমক সহকারে নববর্ষ পালনের ক্ষণ গুণছেন তারা। শিক্ষা মন্ত্রনালয় গত রবিবার এক পরিপত্রের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালনের নির্দেশ দিয়েছেন। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার সকাল আটটা থেকে নববর্ষের কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারিদের মন বেজায় খারাপ। টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আজাহার আলী মিয়া জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিরা দীর্ঘদিন ধরে বৈশাখী ভাতার জন্য আন্দোলন করছেন। সরকারি প্রতিষ্ঠানের মতোই বেসরকারি প্রতিষ্ঠানে নব বর্ষ পালনের জন্য সরকারি নির্দেশ থাকে। বেসরকারি শিক্ষকদের জন্য সরকার বৈশাখী ভাতা দেইদিচ্ছি করে টানা তিন বছর ধরে ঘুরাচ্ছেন। অন্যান্য বছর সরকার নববর্ষের আগে প্রতিমাসের বেতনের টাকা ছাড় দিয়ে থাকে। এবার গত মার্চের বেতনের টাকা ছাড় দেন নাই। প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন ছাড়ের কথা থাকলেও এপ্রিল মাসের বেতনের টাকা কবে আসবে কেউ জানেনা। গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার অভিযোগ করেন, সরকার বৈশাখী ভাতা তো দুরের কথা মাসিক বেতনের টাকা ছাড় না দিয়ে তামাশা করেছেন। শিক্ষকরা পেটে পাতিল বেঁধে এবার মঙ্গল শোভাযাত্রা পালন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।