গোপালপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.জে.এম সালাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. শফিকুর রহমান, ভেটেরিনারী সার্জন ডাঃ মো. উমর ফারুক, বিআরডিবি’র চেয়ারম্যান বাবুল হোসেন আকন্দ, সাবেক চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পোল্টি খামার মালিক সমিতির সভাপতি রফিকুল ইসালাম (মুকুল), শহর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ফিড সেলারস হায়দর আলী প্রমূখ।
এ ছাড়াও সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে স্কুল ফিডিং ( শিক্ষার্থীদের ডিম খাওনো), কৃমি নাশক ঔষধ বিতরণ ও বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচি পালন করা হয়।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।