গোপালপুরে স্বামী পছন্দ না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে স্বামী পছন্দ না হওয়ায় এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে পৌরশহরের চন্দবাড়ি গ্রামে। গোপালপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মাস ছয়েক আগে চন্দবাড়ি গ্রামের তোতা মিয়ার মেয়ে সোনামনি ওরফে মনিরা বেগম (২২)’র সাথে মধুপুর উপজেলার শাটি বাড়ি এলাকার মৃত এছহাক আলীর ছেলে হাবেল উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। স্বামী পছন্দ না হওয়ায় প্রায়ই স্বামীর সাথে ঝগড়া করতো মনিরা। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসে আর ফিরে যেতে চাইতো সে। এ নিয়ে বাবা-মার সাথেও তার প্রায়ই কথা কাটাকাটি হত। গত ২২ মে স্বামীর সাথে মনিরা বাপের বাড়ি এসে শুশুর বাড়ি না যাওয়ার নানা তালবাহানা শুরু করে। পরে স্বামী বউকে রেখে একাই চলে যায়। এ নিয়ে মা-মেয়ের সাথে নানা রকম কথা কাটাকাটি হয়। এর এক পর্যায় মেয়েটির মা রমিছা বেগম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । এ সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে শোবার ঘরে রশি দিয়ে ফাঁস দিয়ে ঐ গৃহবধূ আত্মহত্যা করে। এঘটনায় আজ বুধবার গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।