গোপালপুরে হেট্রিক করলেন ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে টানা তিন বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হেট্রিক করলেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। গত ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মো. গিয়াস উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মো. নাছির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী শিরিয়া হাসান প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি এককভাবে মাঠে অবস্থান নিশ্চিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্ধি না থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
এতে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির চেয়ারম্যান পদে এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।
চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা এ আনন্দে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। বর্তমানে ভাইসচেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।