গোপালপুরে একইস্থানে আ’লীগের দুই সভা, ১৪৪ ধারা জারি
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আওয়ামী লীগের দুই এমপি প্রার্থীর একই দিনে, একই স্থান ও সময়ে সমাবেশ করার সিদ্ধান্ত ও প্রস্ততি নেওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা জারি করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ঝোটন চন্দ।। অপ্রীতিকর ঘটনার আশংকায় হেমনগর ইউনিয়নের নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের ২০০গজ সীমানার মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৭ঘটিকা হতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুবের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু’র নির্বাচনী পথসভা আজ বিকাল তিনটায় ওই বিদ্যালয় মাঠে আয়োজন করেন। পরে হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকার আরেক মনোনয়ন প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) ওই স্থানে একই সময়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবীতে গণজমায়েত এর আয়োজন করেন।
দু’গ্রুপের এ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।