“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”
ভূপাল চন্দ্র রায়,নওগাঁ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জ্বলছে আলো চলছে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। একটা সময় ছিল গ্রাম মানে অন্ধকার। কিন্তু এখন আর সেই সময় নেই। শেখ হাসিনার বাংলাদেশ এখন বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ এর আলোয় আলোকিত। গ্রাম বাংলার প্রতিটি আনাচে -কানাচে সৌর বিদ্যুৎ পৌঁচ্ছে যাচ্ছে। এবং প্রতিটি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁচ্ছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মোট ৮ টি ইউনিয়নে সোলার হোম সিস্টেম (সৌর বিদ্যুৎ) ও সোলার স্ট্রিট লাইট (ল্যাম্প পোষ্ট) স্থাপন শুরু হয়েছে। আগামী ১ (এক) মাসের মধ্যে সমস্ত উপজলায় অর্থ বছরের বাজেটের ৫০% বরাদ্দকৃত সোলার হোম সিস্টেম স্থাপন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়িতে ল্যাম্প পোষ্ট স্থাপনের সময় এলাকার মানুষের আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।