টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে ৩দিন ব্যাপী ফরচুর কাপ গল্ফ টুর্ণামেন্টের উদ্বোধন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ৩ দিনব্যাপী ফরচুর কাপ গল্ফ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ঘাটাইল শহীদ সালাউদ্দিন গল্ফ ক্লাবে ১৯ জানুয়ারী এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ফরচুর গ্র“পের জেনারেল ম্যানেজার মো. ইমরান আহমেদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
তিনদিন ব্যাপী গল্ফ প্রতিযোগিতায় ঘাটাইল, ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে সার জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলারসহ ১০০ জন গলফাররা অংশগ্রহন। খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।