ঘাটাইলে আগাম বর্ষায় নিম্নাঞ্চল প্লাবিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে হঠাৎ আগাম বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ৷ গত ১৮মে (শুক্রবার) ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে এই আগাম বন্যার সৃষ্টি হয় ৷
আগাম বর্ষনে ঘাটাইলের কৃষকদের ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হয়েছে ৷ এমনিতেই শ্রমিক সংকট ও বৃষ্টিপাতের কারনে পাকা ধান এখনো তুলতে পারেন নাই প্রান্তিক কৃষকরা ৷ তার মধ্যে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকের শেষ সম্বলটুক ও হারানোর শংকায় ৷
নিম্নাঞ্চল প্লাবিত কবলিত এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, সারাদেশ একই সময় ধান কাটা শুরু হওয়ায় তীব্র শ্রমিক সংকট দেখা দেয় এবং প্রায় প্রতিনিয়তই বৃষ্টিপাতের ফলে ধান কাটায় ধীরগতি দেখা দেয় ৷ তারপরেও প্রতিমন ধানের বিনিময়ে একটি শ্রমিক মিলিয়ে ধান কেটে গোলায় তুলতে থাকেন তবে শেষ রক্ষা আর হলো না৷ শেষমেষ আগাম বর্ষনে নিম্নাঞ্চলের কাচা পাকা ধান সব তলিয়ে গেছে ৷