ঘাটাইলে নির্বাচন কমিশনের মতবিনিময়
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম ৷ গত ২৫ শে মার্চ (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম ৷ আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ,জেলা নির্বাচন অফিসার মোঃ তাইজুল ইসলাম ,ঘাটাইল থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদুল আলম, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোঃ শহীদুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ শামছুল আলম, মোঃ এমদাদুল হক , মোঃ রুহুল হক রিপন, সুলতান মাহমুদ, শরীফুল ইসলাম সাইদ প্রমুখ।
আসন্ন ইউপি নির্বাচনে কিছু কিছু প্রার্থীদের আচরণ বিধির লংঘনের অভিযোগ , নির্বাচন আদৌ সুষ্ঠ হবে কিনা ? ফলাফল কেন্দ্রেই ঘোষণার দাবী জানিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার তার জবাব দিয়ে বলেন, কেউ নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন তা সবই করা হবে। ভোটাররা যাতে নির্র্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য ঐ দিন র্যাব,ষ্ট্রাইকিং ফোর্সসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মাঠে থাকবে। তিনি আরো বলেন , নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করছেন । পেশি শক্তি খাটিয়ে কেন্দ্র দখলের কোন সুযোগ থাকবে না। এ মত বিনিময় সভায় সাংবাদিক ও চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
উলেখ্য, আগামী ২৯শে মার্চ ঘাটাইলের ছয় ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৷ ছয় ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২৮জন, সাধারন সদস্য ১৯৮জন, সংরক্ষিত মহিলা সদস্য ৬৬জন ৷ মোট ভোটার ১লাখ ১২হাজার ৯শ ২৫জন ৷