ঘাটাইলে বনার্তদের মাঝে পল্লীমঙ্গলের ত্রান বিতরন
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঘাটাইলে পল্লীমঙ্গল কর্মসূচীর উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। রোববার সকালে সংস্থার ঘাটাইল কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫১টি পরিবারের মাঝে প্রতিজনকে মানসম্মত ৪ কেজি আটা, ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন। আরো উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক হুমায়ন কবির, মোঃ আব্দুল হালিম, তপন চন্দ্র সাহা, ঘাটাইল পৌর কমিশনার মাজহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাব সভাপতি খান ফজলুর রহমান প্রমুখ।
এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, পল্লী মঙ্গল কর্মসুচীর কর্ম এলাকায় দেশের বিভিন্ন স্থানে, ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলবে। আগামীতেও এধারা অব্যহত থাকবে বলে আশাবাত ব্যক্ত করেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।