ঘাটাইলে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২-১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পুস্পস্তবক অর্পন করে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্য উদয়ের সাথে সাথে ৩৩ বার তপোধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর উপজেলা প্রশাসন, ঘাটাইল প্রেস ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখা, বিভিন্ন স্কুল কলেজ, সহ অন্যান্য সংগঠনের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে ঘাটাইল জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের শারীরিক কসরত, কুসকাওয়াজ, সালাম প্রদর্শন, মুক্তি যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও দিলরুবা আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান প্রমুখ।