ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায়, রবিবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪৭তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সূর্যোদয় সাথে সাথে ৩৩বার তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব শুরু করা হয়। কেন্দ্রিয় শহিদ মিনারে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে মুকুল একাডেমি, ঘাটাইল এসই উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়, জিবিজি কলেজ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষার্থী কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করে। এ সময় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ইউএনও দিলরুবা আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল ডঃ মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, সংসদ সদস্য আমানুর রহমান খানের সহধর্মিনী ফরিদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান প্রমুখ।