ঘাটাইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন আইজিপি
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের সুতিকাগার ঘাটাইল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। গতকাল ৩১শে জুলাই (সোমবার) দুপুর ১টার দিকে তিনি নিরাপত্তা বেষ্টিত গাড়ি বহরে ঘাটাইল থানায় পৌছালে তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার্র প্রদান করেন ৷ তারপর তিনি ঘাটাইল থানা সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করেন ৷ আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহনের পর ঘাটাইল থানায় এটাই তার প্রথম সফর ৷ এসময় এথানে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম) ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সহ স্থানীয় নেত্রিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ৷ এ উপলক্ষে ঘাটাইল থানা পুলিশ ও জেলা পুলিশের পক্ষথেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা । চুনকাম আর ঘষা মাজায় থানা প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম যোগদানের ৭০ দিনের মধ্যে ৬৯ জন দাগি মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে আইনের আওতায় তাদেরকে জেল হাজতে প্রেরণ ও বিপুল সংখ্যক মাদক সেবী কে সাজা দেয়া হয়েছে। এছাড়াও অগ্নেয়াস্ত্র উদ্ধার করে এলাকায় ব্যপক প্রশংসিত হয়েছেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।